Wednesday, 30 November 2016

চন্দ্রগ্রহণ


কথা ছিল তোমাদের সাথে।
অনেক গল্প ছিল বলার, স্বপ্ন ছিল
তোমাদের সাথে দেখার।
অনেক দুঃখ ছিল যত্ন করে রাখা।
আর কিছু রাগ, আঙরার মত জ্বলজ্বলে।
এসব নিয়েই বলে যেতে চেয়েছিলাম
আমার পুরো জীবনীটা।
কিন্তু হল না.........

বড্ড বেশী ব্যাস্ত তোমরা, বড্ড কম সময়
তোমাদের হাতে।
দুদন্ড মুখোমুখি দাঁড়ানোর সুযোগ নেই।
চোখে চোখ পড়লে সরিয়ে নাও, যাতে
কথোপকথন দীর্ঘ না হয়ে দাঁড়ায়।

তোমাদের ঘোড়দৌড়ের জীবনে আমি
চেয়েছিলাম আমার ইতিহাস্টুকু শুনিয়ে যাব তোমাদের।
কি সাংঘাতিক নিবোর্ধ আমি......
তোমরা তো অনেক আগে থেকেই সবটা জানো,
বোঝোও তো অনেক কিছু।
শুধু চুপ থাকো, কথায় কথা বেড়ে যাওয়ার ভয়ে।
কে জানে তোমাদের বিনাবাক্যের দুনিয়ায়
আমায় কে দিলো এত কথা বলার ইচ্ছা!!

এতদিন বসেছিলাম আমার সারা রাত্রির
অঢেল সময় নিয়ে...... কিন্তু তোমরা তো
কিছুই শুনলে  না......
এবার আমার সময় শেষ হল।
আকাশের গায়ে ভোর হচ্ছে......এবার
আমায় ঘুমোতে যেতে হবে......