Monday, 13 November 2017

আমি কখনো ফুল বিছানো পথ দেখিনি চোখে,
তাই তুই বরং কালো পিচের রাস্তা ধরেই আয়।
আমি কখনো রামধনূ রঙ গায়ে মাখিনি জীবনে,
দেখিনি চাঁদের দেশের চরকা কাটা বুড়ীকে,
তাই তুই বরং ঐ চাঁদ তারা ফুল রামধনূ রঙ ভুলিয়ে দিয়ে
দিনের স্বচ্ছ আলো মেখে একটু বাস্তব হয়েই আয়।
তোর জন্য চাই তো আনতে একশো আটটা নীল পদ্ম,
সরাতে চাই পৃথিবীর সব জঞ্জাল, বাকি অনেকের মত।
কিন্তু জানিনা ঠিকানা পদ্মবনের,  আর সত্যি বলতে কি
একার পক্ষে পৃথিবী পরিষ্কার করার ক্ষমতাও নেই আমার।
তার চেয়ে বরং তুই আয়, একটু ধৈর্য নিয়ে।
আমি কোদাল, ঝাঁটা, ন্যাতা জুটিয়ে রাখছি
দুজন মিলে ধূয়ে মুছে একটা পরিষ্কার দালান বানাবো তখন,
আর ফুল ফল গাছ নানারকম সাজাস বাগান তোর ইচ্ছে মত।
তুই আমার কবিতা হয়ে আয়, যে কথা বলা হয়নি, লেখা হয়নি, সেই অজানা কাব্য লিখবি আয়।
আমার না গাওয়া গানের সুর হয়ে তুই আয়।
অনেক গল্প বাকি আছে, একসাথে রাত জাগবো,
তুই আয়।
অনেক সুখ দুঃখ বাকি আছে, প্রাণ খুলে হাসব কাঁদব,
অনেক স্বপ্ন দেখার বাকি আছে, আয়,
ভালোবাসবি বলে আয়।।

Friday, 11 August 2017

ছেঁড়া পাতা, দুচার খানা।
এদিক ওদিক ভুল বাহানা।।
তাসের ঘরে রঙের মেলা।
আপন বাপন ছেলে খেলা।।
লাল গেলাসের স্বপ্ন পাখা।
ইকির মিকির চরকি আঁকা।।
ঘুমের দেশে ইচ্ছে রাজা।
প্রেমিক আমার ভাব পেয়াদা।।
তোরই মত আপন ভোলা।
এখন জীবন যাত্রা পালা।।

Thursday, 20 April 2017

রাজপুত্তুর থাকে

সেই যেখানে ধানের ক্ষেতে
আউষ, আমন, বোরো।
নদীর জলে দাঁড়ের আওয়াজ
ভাটিয়ালীর সুরে।
এমন কোনো তেপান্তরের পারে
কোনো এক রাজপুত্তুর থাকে।।

যখন আবার সাপ-লুডোময় জীবন যাপন, দাবা খেলার ছক।
ব্যস্ত জীবন ওতপ্রোত, সুখ দুঃখের সখ।
কথার পিঠে মান-অভিমান, মিথ্যে যখন প্রতিশ্রুতির ছোঁওয়া,
শহর আমার সহজাত, দূষণ আমার বুক ভর্তি হাওয়া।
এমন  কোনো নাগরিকতার ভিড়ে,
 এক রাজপুত্তুর থাকে।।

এরম ভাবেই বাস্তবতার শহর গ্রামে
নীলচে কালো কল্পনারা রঙিন ছবি আঁকে।
এরম কোনো কল্পময়ী সাত সাগরের পারে
আমার স্বপ্নে দেখা রাজপুত্তুর থাকে।।

Wednesday, 19 April 2017

ঠিক যেমন কথা ছিল -
       রাস্তার শেষ বাঁকটা আকাশ ছোঁবে,
       নীলের গায়ে সাদা, ধূসর কিছু মেঘ থাকবে এলোমেলো,
       সবুজ কিছু ঘাস,সবুজ কিছু গাছের পাতা.. আর
       কিছু ছড়ানো ছিটানো লাল..... ফুল কিংবা ভালোবাসা!
তারপর, এসব পেরিয়ে, তুই।

       কথা ছিল আমার অনেক আগেই তুই পৌছে যাবি,
       কথা ছিল আমার পৌছতে সত্যিই অনেক দেরী হবে..
       আমার চুলে পাক ধরবে, হাঁটুতে ব্যথা... ইত্যাদি,
       কথা ছিল মেঘটা সরে গেলেই নতুন ভোর।
কথা ছিল রাস্তার বাঁকটা নিলেই............
ঠিক এরকমই তো হচ্ছিল -
        বুকে ব্যথা, মনে পাক, রোজনামচা ঠেলে
        পায়ে পায়ে অনেকটা পথ.... চড়াই উতরাই -
        থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়।
তারপর সেই রাস্তার শেষ বাঁকে...
        সময় বুঝে কথা মতন মেঘও কেমন সরে গেল,
এবার স্বপ্ন থমকে গেল।
ঠিক যেমনটি কথা ছিল তেমন কথা রইল না আর,

শেষখানেতে তুই ছিলি না।

সুতরাং,  সে বাঁক থেকেই আবার চলা শুরু হল।
শহর নদী ডিঙিয়ে আবার সূয্যি মামার উদয় হল।
চেনা জানা রাস্তা ধরে তোকে খুঁজতে আমার জীবন শুরু হল।

হয়ত ঠিক এমনটিই কথা ছিল.....

Friday, 10 March 2017

যদি বলি, ভুলে গেছি সব -
কোথায় যেন যাওয়ার ছিল,
কাজের পিঠে অকাজ নিয়ে কিসব যেন করার ছিল,
ঠিকুজিকোষ্ঠী মিলিয়ে নেওয়ার কিসব যেন হিসেব ছিল!
যদি বলি, এরম কিছু... এর সঙ্গে আরো কিছু...
ভুলে গেছি সব-

তবে যেন সহজ লাগে,
আঁকাবাঁকা রাস্তাগুলো সোজা লাগে,
তোর জন্য কঠিন করে বেঁচে থাকতেও আরাম লাগে,
সম্পর্কের বক্রচলন, দায়ভার সব জলাঞ্জলি,
অবাধ্যতার গন্ডি ভেঙে ভালোবাসাও বাধ্য লাগে....

যদি বলি সময় থেমে যাক
থেমে যাক ব্যস্ততা,
বহুদূর যেতে যেতে থমকে যাক চলা...
নীলচে স্বপ্ন ভেঙে দিক রাত।

তবে যেন অন্য কোনো ভোরে
খুঁজে পাই তোকে।
চোখে চোখ, হাতে হাত...
তবে যেন বড় কাছাকাছি, পাশাপাশি হয় জীবন...