Friday, 10 March 2017

যদি বলি, ভুলে গেছি সব -
কোথায় যেন যাওয়ার ছিল,
কাজের পিঠে অকাজ নিয়ে কিসব যেন করার ছিল,
ঠিকুজিকোষ্ঠী মিলিয়ে নেওয়ার কিসব যেন হিসেব ছিল!
যদি বলি, এরম কিছু... এর সঙ্গে আরো কিছু...
ভুলে গেছি সব-

তবে যেন সহজ লাগে,
আঁকাবাঁকা রাস্তাগুলো সোজা লাগে,
তোর জন্য কঠিন করে বেঁচে থাকতেও আরাম লাগে,
সম্পর্কের বক্রচলন, দায়ভার সব জলাঞ্জলি,
অবাধ্যতার গন্ডি ভেঙে ভালোবাসাও বাধ্য লাগে....

যদি বলি সময় থেমে যাক
থেমে যাক ব্যস্ততা,
বহুদূর যেতে যেতে থমকে যাক চলা...
নীলচে স্বপ্ন ভেঙে দিক রাত।

তবে যেন অন্য কোনো ভোরে
খুঁজে পাই তোকে।
চোখে চোখ, হাতে হাত...
তবে যেন বড় কাছাকাছি, পাশাপাশি হয় জীবন...