Thursday, 20 April 2017

রাজপুত্তুর থাকে

সেই যেখানে ধানের ক্ষেতে
আউষ, আমন, বোরো।
নদীর জলে দাঁড়ের আওয়াজ
ভাটিয়ালীর সুরে।
এমন কোনো তেপান্তরের পারে
কোনো এক রাজপুত্তুর থাকে।।

যখন আবার সাপ-লুডোময় জীবন যাপন, দাবা খেলার ছক।
ব্যস্ত জীবন ওতপ্রোত, সুখ দুঃখের সখ।
কথার পিঠে মান-অভিমান, মিথ্যে যখন প্রতিশ্রুতির ছোঁওয়া,
শহর আমার সহজাত, দূষণ আমার বুক ভর্তি হাওয়া।
এমন  কোনো নাগরিকতার ভিড়ে,
 এক রাজপুত্তুর থাকে।।

এরম ভাবেই বাস্তবতার শহর গ্রামে
নীলচে কালো কল্পনারা রঙিন ছবি আঁকে।
এরম কোনো কল্পময়ী সাত সাগরের পারে
আমার স্বপ্নে দেখা রাজপুত্তুর থাকে।।

Wednesday, 19 April 2017

ঠিক যেমন কথা ছিল -
       রাস্তার শেষ বাঁকটা আকাশ ছোঁবে,
       নীলের গায়ে সাদা, ধূসর কিছু মেঘ থাকবে এলোমেলো,
       সবুজ কিছু ঘাস,সবুজ কিছু গাছের পাতা.. আর
       কিছু ছড়ানো ছিটানো লাল..... ফুল কিংবা ভালোবাসা!
তারপর, এসব পেরিয়ে, তুই।

       কথা ছিল আমার অনেক আগেই তুই পৌছে যাবি,
       কথা ছিল আমার পৌছতে সত্যিই অনেক দেরী হবে..
       আমার চুলে পাক ধরবে, হাঁটুতে ব্যথা... ইত্যাদি,
       কথা ছিল মেঘটা সরে গেলেই নতুন ভোর।
কথা ছিল রাস্তার বাঁকটা নিলেই............
ঠিক এরকমই তো হচ্ছিল -
        বুকে ব্যথা, মনে পাক, রোজনামচা ঠেলে
        পায়ে পায়ে অনেকটা পথ.... চড়াই উতরাই -
        থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়।
তারপর সেই রাস্তার শেষ বাঁকে...
        সময় বুঝে কথা মতন মেঘও কেমন সরে গেল,
এবার স্বপ্ন থমকে গেল।
ঠিক যেমনটি কথা ছিল তেমন কথা রইল না আর,

শেষখানেতে তুই ছিলি না।

সুতরাং,  সে বাঁক থেকেই আবার চলা শুরু হল।
শহর নদী ডিঙিয়ে আবার সূয্যি মামার উদয় হল।
চেনা জানা রাস্তা ধরে তোকে খুঁজতে আমার জীবন শুরু হল।

হয়ত ঠিক এমনটিই কথা ছিল.....