সেই যেখানে ধানের ক্ষেতে
আউষ, আমন, বোরো।
নদীর জলে দাঁড়ের আওয়াজ
ভাটিয়ালীর সুরে।
এমন কোনো তেপান্তরের পারে
কোনো এক রাজপুত্তুর থাকে।।
যখন আবার সাপ-লুডোময় জীবন যাপন, দাবা খেলার ছক।
ব্যস্ত জীবন ওতপ্রোত, সুখ দুঃখের সখ।
কথার পিঠে মান-অভিমান, মিথ্যে যখন প্রতিশ্রুতির ছোঁওয়া,
শহর আমার সহজাত, দূষণ আমার বুক ভর্তি হাওয়া।
এমন কোনো নাগরিকতার ভিড়ে,
এক রাজপুত্তুর থাকে।।
এরম ভাবেই বাস্তবতার শহর গ্রামে
নীলচে কালো কল্পনারা রঙিন ছবি আঁকে।
এরম কোনো কল্পময়ী সাত সাগরের পারে
আমার স্বপ্নে দেখা রাজপুত্তুর থাকে।।
আউষ, আমন, বোরো।
নদীর জলে দাঁড়ের আওয়াজ
ভাটিয়ালীর সুরে।
এমন কোনো তেপান্তরের পারে
কোনো এক রাজপুত্তুর থাকে।।
যখন আবার সাপ-লুডোময় জীবন যাপন, দাবা খেলার ছক।
ব্যস্ত জীবন ওতপ্রোত, সুখ দুঃখের সখ।
কথার পিঠে মান-অভিমান, মিথ্যে যখন প্রতিশ্রুতির ছোঁওয়া,
শহর আমার সহজাত, দূষণ আমার বুক ভর্তি হাওয়া।
এমন কোনো নাগরিকতার ভিড়ে,
এক রাজপুত্তুর থাকে।।
এরম ভাবেই বাস্তবতার শহর গ্রামে
নীলচে কালো কল্পনারা রঙিন ছবি আঁকে।
এরম কোনো কল্পময়ী সাত সাগরের পারে
আমার স্বপ্নে দেখা রাজপুত্তুর থাকে।।