ছেঁড়া পাতা, দুচার খানা।
এদিক ওদিক ভুল বাহানা।।
তাসের ঘরে রঙের মেলা।
আপন বাপন ছেলে খেলা।।
লাল গেলাসের স্বপ্ন পাখা।
ইকির মিকির চরকি আঁকা।।
ঘুমের দেশে ইচ্ছে রাজা।
প্রেমিক আমার ভাব পেয়াদা।।
তোরই মত আপন ভোলা।
এখন জীবন যাত্রা পালা।।
এদিক ওদিক ভুল বাহানা।।
তাসের ঘরে রঙের মেলা।
আপন বাপন ছেলে খেলা।।
লাল গেলাসের স্বপ্ন পাখা।
ইকির মিকির চরকি আঁকা।।
ঘুমের দেশে ইচ্ছে রাজা।
প্রেমিক আমার ভাব পেয়াদা।।
তোরই মত আপন ভোলা।
এখন জীবন যাত্রা পালা।।