।। ধোঁয়াশা।।
সাদা তুলোর মেঘের ভেলায়
সূর্য্যি মামা দিব্যি ভাসে,
তবু আকাশ আমার নীল হয়না।
শালিখ, দোয়েল, বুলবুলিতে
বাগান জুড়ে কিচিরমিচির,
তবু পাখি আমার শঙ্খচিল হয়না।
আকাশখানা নীল হয়না।।
পলাশ, শিমুল বসন্তময়,
কিন্তু আমার ফাগুন লাল হয়না।
শহর ভেজে বর্ষা জলে,
তবে মনের মাঝের ঝিল হয়না।
আকাশ আমার নীল হয়না।।
নিয়ম মাফিক জোয়ার ভাঁটা রোজই খেলে,
কিন্তু কোথায় সাগর আর কোথায় নদী!
গাঙের জলে কোনো ঢেউ হয়না।
দুই পক্ষের নামাবলিতে
পূর্ণিমাচাঁদ দিব্যি হাসে,
শুধু রোজনামচার অজুহাতে প্রেম হয়না।
তোকে ছাড়া কাব্যে অন্তমিল হয়না।
তাইতো আমার আকাশটা আর নীল হয়না।।
সাদা তুলোর মেঘের ভেলায়
সূর্য্যি মামা দিব্যি ভাসে,
তবু আকাশ আমার নীল হয়না।
শালিখ, দোয়েল, বুলবুলিতে
বাগান জুড়ে কিচিরমিচির,
তবু পাখি আমার শঙ্খচিল হয়না।
আকাশখানা নীল হয়না।।
পলাশ, শিমুল বসন্তময়,
কিন্তু আমার ফাগুন লাল হয়না।
শহর ভেজে বর্ষা জলে,
তবে মনের মাঝের ঝিল হয়না।
আকাশ আমার নীল হয়না।।
নিয়ম মাফিক জোয়ার ভাঁটা রোজই খেলে,
কিন্তু কোথায় সাগর আর কোথায় নদী!
গাঙের জলে কোনো ঢেউ হয়না।
দুই পক্ষের নামাবলিতে
পূর্ণিমাচাঁদ দিব্যি হাসে,
শুধু রোজনামচার অজুহাতে প্রেম হয়না।
তোকে ছাড়া কাব্যে অন্তমিল হয়না।
তাইতো আমার আকাশটা আর নীল হয়না।।