Friday, 13 July 2018

        ।।আমার উতল হাওয়া।।

জানি তুই আসবি বলেই ঝড় পাঠালি।
উড়িয়ে দিলি এদিক ওদিক দৈনন্দিন।
জানি ভালোবাসবি বলেই বৃষ্টি হলি।
সোঁদা মাটির গন্ধ দিলি আঁচল জুড়ে।
ব্জ্রপাতের আঘাতটুকু বাঁচিয়ে এবার
কপাল ছুঁয়ে চিবুক ছুঁয়ে কাল বোশেখী
আষাঢ় শ্রাবণ ভিজিয়ে দিলি খেলার ছলে।
জানি তো কাছে থাকবি বলেই মেঘ মাখলি।
বছর জুড়ে অপেক্ষাতে
আমাদের কয়েকটা দিন বর্ষাকালীন।।