মুখ মুখোশের আড়ালে সময় বয়ে যায় ।
টুকরো টুকরো জীবন, নাকি অলিখিত ইতিহাস!
কারা যেন বলে গেল, 'বাঁচতে হয় তো বাঁচার মত বাঁচো।'
তবু কিছু লোক স্মৃতি তৈরির কারখানায় বেঘোরে মারা পড়ে বিস্মৃতির দিনলিপি বুকে।
স্বপ্ন নিষ্ঠুর বড়, সময়ের গায়ে অকারণে
বাসন্তী গন্ধ মাখায়।
ছেঁড়া মেঘে ভালোবাসা জমে, নাকি আকাশের পরিহাস!