Tuesday, 7 August 2018

একফালি চাঁদ রাত্রি হবি?
তারা মাখবো শরীর জুড়ে।
পরিচিত মুখের ভিড়ে,
শুধুমাত্র  আমার হবি?
ভালোবাসব নিজের করে।।

রাত ফুরোবে সকাল হবে
কাজের পিঠে দিন গড়াবে।
শুকনো খোলার বাদাম ভাজা,
শীতের দিনের ছুটি হবি?
গড়ের মাঠের রোদ কুড়াবো আঁজলা ভরে।
স্বপ্ন জুড়ে আমার হবি?
কাব্য করে রাখব তুলে মনের ঘরে।

অঙ্ক ভুলের শাস্তি হবি?
হিসেব কষা রুপকথাদের ফেলবো ঝেড়ে।
দুঃখ সুখের চেনা পাড়ায়
শুধুমাত্র আমার হবি?
ভালোবাসব নিজের করে।।

Thursday, 2 August 2018


সেই পুরনো নীলচে সাদা আকাশ
একটা বিবর্ন চীৎকার
গভীর রাতের কোলে স্বপ্ন ভাঙে ঘুম
জীবন, বল দেখি তুই কার?

হলুদ শাড়ির ছাদ
দূরে সানাই ডাকা ভোর
কোকিল অকাল ফাগুন চুরি করে
বিষন্নতা, স্যাঙাত কোথায় তোর?

একটা অভিমানী মুখ ভার
লুকিয়ে মোছা চোখ উপচে জল
অকারনে বৃষ্টি ভেজে নকল ফুলের গাছ
ভুল পঞ্জিকা মিলিয়ে, জীবন,
এবার please প্রেমের কথা বল।।