সেই পুরনো নীলচে সাদা আকাশ
একটা বিবর্ন চীৎকার
গভীর রাতের কোলে স্বপ্ন ভাঙে ঘুম
জীবন, বল দেখি তুই কার?
হলুদ শাড়ির ছাদ
দূরে সানাই ডাকা ভোর
কোকিল অকাল ফাগুন চুরি করে
বিষন্নতা, স্যাঙাত কোথায় তোর?
একটা অভিমানী মুখ ভার
লুকিয়ে মোছা চোখ উপচে জল
অকারনে বৃষ্টি ভেজে নকল ফুলের গাছ
ভুল পঞ্জিকা মিলিয়ে, জীবন,
এবার please প্রেমের কথা বল।।
No comments:
Post a Comment