Tuesday, 27 August 2019

তোমার বিরুদ্ধে দাঁড়াবো আমি।
নতুন করে জ্বালবো আগুন
ভিজে খড়কুটো, সবুজ ঘাস,  আর যা কিছু অদাহ্যে।
তোমার উঠোনের মাঝ বরাবর চিড়ে
হাতা খুন্তি, সুতলি দড়ি, চুলের কাঁটা জড়ো করে
শক্ত হাতে তুলব পাঁচিল সারা রাত ধরে।
একটা অন্য দেশ গড়ব আমি।
এক ছাদের নিচে বাস করার
ছোটো খাটো তোমার যত ফন্দী
আমি জানি, ওদের নামই পিছুটান,
অকারণ অজুহাত, আর মান- অভিমান।
 ছুরি কাঁচিতে সান দিয়েছি
কাটব যত বিনিসুতোর মালা।
তোমার সাথে আমার হবে প্রবল ঝগড়াঝাটি।
তাই তোমার থেকে আলাদা হব আমি।
আমার ভাবনাগুলো আমার মতন থাক,
একটু যেন যুদ্ধবাদী, খামখেয়ালী
তোমার সুখের ঘরের ভেতর শুধুই
যেন শান্তি ভাঙার ছলচাতুরী।
এবার থেকে এক দলে নয়, নয় পাশাপাশি,
তুমি আমি  বিরুদ্ধতা খোলা মাঠে মুখোমুখি।।




Tuesday, 20 August 2019

হাতটা কোনোভাবে বাড়িয়ে দাও
কেউ না কেউ ঠিক ধরে নেবে।
টেনে তুলে নেবে চলন্ত গাড়িতে,
তখন পায়ের নীচে ফুটবোর্ড, তুমি নিশ্চিন্ত, সময় তোমায় ফেলে যায় নি।
হাতটা কোনোভাবে বাড়িয়ে দাও
কেউ না কেউ ঠিক ধরে নেবে।
টেনে তুলে নেবে তার নৌকায়,
তখন হাওয়ায় বুক ভরা নিশ্বাস, তুমি জীবিত,
মৃত্যু তোমায় ছুঁতে পারেনি।
কিন্তু যদি কেউ হাতটা না ধরে, তাহলে বন্ধু
ছুটে যেতে হবে আরও কিছুক্ষণ,  লড়ে যেতে হবে দম বন্ধ করে।
তুমি শুধু হাতটা বাড়িয়ে রেখো..
মনে হয়, সময় চলে যাওয়ার আগে, তোমায় মৃত্যু ছোঁয়ার আগে,
বিশ্বাস তোমার হাতটা একবার হলেও ঠিক ধরে নেবে।।