হাতটা কোনোভাবে বাড়িয়ে দাও
কেউ না কেউ ঠিক ধরে নেবে।
টেনে তুলে নেবে চলন্ত গাড়িতে,
তখন পায়ের নীচে ফুটবোর্ড, তুমি নিশ্চিন্ত, সময় তোমায় ফেলে যায় নি।
হাতটা কোনোভাবে বাড়িয়ে দাও
কেউ না কেউ ঠিক ধরে নেবে।
টেনে তুলে নেবে তার নৌকায়,
তখন হাওয়ায় বুক ভরা নিশ্বাস, তুমি জীবিত,
মৃত্যু তোমায় ছুঁতে পারেনি।
কিন্তু যদি কেউ হাতটা না ধরে, তাহলে বন্ধু
ছুটে যেতে হবে আরও কিছুক্ষণ, লড়ে যেতে হবে দম বন্ধ করে।
তুমি শুধু হাতটা বাড়িয়ে রেখো..
মনে হয়, সময় চলে যাওয়ার আগে, তোমায় মৃত্যু ছোঁয়ার আগে,
বিশ্বাস তোমার হাতটা একবার হলেও ঠিক ধরে নেবে।।
কেউ না কেউ ঠিক ধরে নেবে।
টেনে তুলে নেবে চলন্ত গাড়িতে,
তখন পায়ের নীচে ফুটবোর্ড, তুমি নিশ্চিন্ত, সময় তোমায় ফেলে যায় নি।
হাতটা কোনোভাবে বাড়িয়ে দাও
কেউ না কেউ ঠিক ধরে নেবে।
টেনে তুলে নেবে তার নৌকায়,
তখন হাওয়ায় বুক ভরা নিশ্বাস, তুমি জীবিত,
মৃত্যু তোমায় ছুঁতে পারেনি।
কিন্তু যদি কেউ হাতটা না ধরে, তাহলে বন্ধু
ছুটে যেতে হবে আরও কিছুক্ষণ, লড়ে যেতে হবে দম বন্ধ করে।
তুমি শুধু হাতটা বাড়িয়ে রেখো..
মনে হয়, সময় চলে যাওয়ার আগে, তোমায় মৃত্যু ছোঁয়ার আগে,
বিশ্বাস তোমার হাতটা একবার হলেও ঠিক ধরে নেবে।।
No comments:
Post a Comment