Saturday, 21 March 2020

Ek chahat hai daba huya kahi.

Ek chahat hai daba huya kahi.
Ek khayal hai dhundla sa kahi.
Kamal ke patton par shabnam si
Ek intezaar hai thartharati kahi..
Mann hai uska parindo sa,
Par use Azad na kar saka.
Gham hai uska ghane badal jaisa
Par use barsa na saka.
Kabhi wada kya kiya tha woh
Jo patthar ban gaya dil uska.
Kabhi khwab Kya dekha tha usne
Jo andhio sa ban gaya har ek saans uska.
Woh insaan hi Kya!
Bahut shiddat se jo na pala ho lachaari apni.
Wohi ehsaas hai daba huya sa kahi,
Wohi mohabbat hai dhundla huya sa kahi..
Aey jism mubarak ho tujhe ruhaniyat teri,
Ek farmaish hai, jal ja tu abhi...

Wednesday, 4 March 2020

"সখী ভালোবাসা কারে কয়"..

পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো এক কানা গলির শেষের বাড়ীটা।
পলেস্তরা খসে যাওয়া দেয়ালগুলো গায়ে এখনো চেনা মানুষের গন্ধ মেখে দাঁড়িয়ে আছে।
এবড়ো খেবড়ো ইঁট গুলো দাঁত বের করা হাসি ঝুলিয়ে রেখেছে মুখে।
বেমানান বটে তবে ওদের নাম 'স্মৃতি'।  
আর পোড়োবাড়িটার ঠিক মাঝখানে, বুকের ওপর অর্ধেক ধসে যাওয়া ছাদ, দু-একটা মহীরুহ,  কিছু ঝোপঝাড় পোকামাকড় ও সাপখোপ আগলে কোনো মতে বেঁচে থাকা উঠোনটা, 
ওর নাম হল 'মায়া'।..

লোকাটা আজও চুপ করে দাঁড়িয়ে আছে বাড়ীটার সামনে,  অপলক চোখে চেয়ে আছে দোতলার ভাঙা জানলার লোহার গরাদের দিকে।
এ গলির হাওয়াও ওকে চেনে -
ওর নাম 'প্রথম প্রেম'।


পুনশ্চঃ ও 'ভালোবাসা'।।