Wednesday, 4 March 2020

"সখী ভালোবাসা কারে কয়"..

পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো এক কানা গলির শেষের বাড়ীটা।
পলেস্তরা খসে যাওয়া দেয়ালগুলো গায়ে এখনো চেনা মানুষের গন্ধ মেখে দাঁড়িয়ে আছে।
এবড়ো খেবড়ো ইঁট গুলো দাঁত বের করা হাসি ঝুলিয়ে রেখেছে মুখে।
বেমানান বটে তবে ওদের নাম 'স্মৃতি'।  
আর পোড়োবাড়িটার ঠিক মাঝখানে, বুকের ওপর অর্ধেক ধসে যাওয়া ছাদ, দু-একটা মহীরুহ,  কিছু ঝোপঝাড় পোকামাকড় ও সাপখোপ আগলে কোনো মতে বেঁচে থাকা উঠোনটা, 
ওর নাম হল 'মায়া'।..

লোকাটা আজও চুপ করে দাঁড়িয়ে আছে বাড়ীটার সামনে,  অপলক চোখে চেয়ে আছে দোতলার ভাঙা জানলার লোহার গরাদের দিকে।
এ গলির হাওয়াও ওকে চেনে -
ওর নাম 'প্রথম প্রেম'।


পুনশ্চঃ ও 'ভালোবাসা'।।

No comments:

Post a Comment