ডাক.. চেনা গলা, জানা সুর, বুঝে যাওয়া অনুভূতি...
পিছনের ডাকে ঘাড় ঘোড়াতেই হয়, চোখে চোখ রাখতেই হয়..
সে ডাকে এগোনোর বাধা নেই, পেছোনোর টান নেই, শুধু অস্তিত্বের জানান দেওয়া।
অস্তিত্ব তোমার, আমার, আর আমাদের মাঝে আরও যা কিছু অথবা যা কিছু নয়..
একটা ডাক - অপেক্ষার অবসান, হারিয়ে যেতে যেতে খুঁজে পাওয়া দিক, এক স্বপ্নের ভরসা..
একটা ডাকে সমস্ত জীবনের অস্তিত্ব।
ভাবা যায়! তুমি আমার এত কাছের!
No comments:
Post a Comment