Tuesday, 4 October 2016

উপহার


তোমাকে দিয়ে যাব আমার শেষ নিঃশ্বাস...
অন্ধকারে পড়ে থাকা মন, আর
হাহাকারে ফেটে পড়া হাসি...... যদি দেওয়া যায়!!

তোমাকে দিয়ে যাব আমার প্রথম চীৎকার...
গুমড়ে মরা রাগ, আর
কুড়ে কুড়ে খাওয়া অপরাধ বোধ...... যদি দেওয়া যায়!!

তোমায় দিয়ে যাব আমার প্রতিটা
স্বপ্ন ভাঙা ঘুম...
ছিঁড়ে যাওয়া ভালোবাসা, আর
রক্তাক্ত গোলাপের বৈতালিক প্রতিশ্রুতি......

যদি দেওয়া যায়, তোমায় দিয়ে যাব এসব কিছুই,
যা আমার সম্বল, পরিচয়...
তোমাকে দিয়ে যাব দারিদ্র্য, এক জীবন
জর্জরিত দুরাশায়...
তোমাকে দিয়ে যাব জীবিত থাকার
সমস্থ রকম অমুল্য সহায়।। 

1 comment:

  1. বাঃ রে। খুব ভালো হয়েছে! পরের কবিতাটা মন ভালো করে দেওয়ার হোক?

    ReplyDelete