Saturday, 24 September 2016

।। পড়সী ।।

সকাল বিকাল মুখ দেখানো, হয় ভাব নয় আড়ি
পেঁচি সুন্দরী, কাজ কর্ম নেই বুঝি আজ কোনো!!
খোলা ছাদে পাশের বাড়ির কতই না পায়চারী,
হতভাগী ওই গান গাইছে...... শোনো।।

কপাল জুড়ে মস্ত একটা টিপ
পটলচেরা চক্ষু রানী, আবার তাতে
কাজল মাখলি কেন!!
পাশের বাড়ির মন কেমনে
বুক করে ঢিপ ঢিপ,
হতভাগী আবার গান গাইছে......... শোনো।।

আকাশ জোড়া বেখেয়ালী বৃষ্টি নামার বায়না
অকারণে মেঘ ডাকালি, পোড়ামুখী,
সবই তোর কল্পপুরি যেন!!
পাশের বাড়ির নীলচে শার্টের সাক্ষী থাকা
কলঘরের ওই আয়না,
আজকে আবার হতভাগী গান গাইছে.........শোনো।।

No comments:

Post a Comment