।। শারদীয় ।।
আজ আকাশটা খুব নীচে নেমে এসেছে।
মেঘ গুলোকে যেন হাত বাড়ালেই ধরা যাবে।
আজ হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে।
যেন পাখা মেললেই উড়ে যেতে পারব নীলে।
আজ যেন মনে পড়ছে
আমার আগের জন্মের কথা।
যেন, এমনি এক শরৎকালের সকালে
শেষবার দেখা হয়েছিল আমাদের।
এক সাজি স্থলপদ্ম হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলাম
তোমার অপেক্ষায় সেই চেনা নদীটার পারে,
সেই চেনা গাছটার নীচে।
তুমি এলে বাঁশির সুরে নৌকা বেয়ে।
গলায় পরালে সাদা শিউলি মালা।
বললে, এখন সময় নেই আর দুটো কথা বলার,
বরং দেখা হবে অন্য কোনোদিন।
চলে গেলে ভাটিয়ালী বেয়ে সাগরের দিকে।
আজ সকালে সেই চেনা শারদীয় সুর।
হাওয়ায় সেই চেনা ফুলের গন্ধ।
আজ যেন মেঘের ডিঙায় তুমি এসেছ
আমার গত জন্মের ফেলে আসা ডাক বয়ে।
কিন্তু আমার শিউলিতো এখনো ফোটেনি।
হয়ত আবার দেখা হবে অন্য কোনোদিন,
অন্য কোনোখানে।।
আজ আকাশটা খুব নীচে নেমে এসেছে।
মেঘ গুলোকে যেন হাত বাড়ালেই ধরা যাবে।
আজ হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে।
যেন পাখা মেললেই উড়ে যেতে পারব নীলে।
আজ যেন মনে পড়ছে
আমার আগের জন্মের কথা।
যেন, এমনি এক শরৎকালের সকালে
শেষবার দেখা হয়েছিল আমাদের।
এক সাজি স্থলপদ্ম হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলাম
তোমার অপেক্ষায় সেই চেনা নদীটার পারে,
সেই চেনা গাছটার নীচে।
তুমি এলে বাঁশির সুরে নৌকা বেয়ে।
গলায় পরালে সাদা শিউলি মালা।
বললে, এখন সময় নেই আর দুটো কথা বলার,
বরং দেখা হবে অন্য কোনোদিন।
চলে গেলে ভাটিয়ালী বেয়ে সাগরের দিকে।
আজ সকালে সেই চেনা শারদীয় সুর।
হাওয়ায় সেই চেনা ফুলের গন্ধ।
আজ যেন মেঘের ডিঙায় তুমি এসেছ
আমার গত জন্মের ফেলে আসা ডাক বয়ে।
কিন্তু আমার শিউলিতো এখনো ফোটেনি।
হয়ত আবার দেখা হবে অন্য কোনোদিন,
অন্য কোনোখানে।।
No comments:
Post a Comment