Monday, 8 October 2018

শেষটা হঠাৎ আসুক।
যেন মুখে লেগে থাকা স্বাদ,
গায়ে লেগে থাকা ছোঁয়া।
হুট করে যবনিকা পতন
ক্ষিদেটা যেমন বাড়িয়ে দেয় বাকিটার জন্য।
না দেখা, না জানা, না শোনা গুলো  কেমন
দলা পাকিয়ে থাকে বুকের কাছে,
শেষটা শেষের মত না হলে।
জড়িয়ে ধরার জন্য বাড়ানো হাত,
কাছে আসবে বলে এগোনো পা, আর
ভালোবাসবে বলে আলতো ঠোঁট দুটো
থমকে যায় যদি হঠাৎ,
যদি উপন্যাস লিখতে গিয়ে জীবনের
ছোটো গল্প লিখে ফেলে কেউ,
শেষটায় যদি শেষ কথাগুলো
বলে ফেলা না যায়,
তবে একটু ভালোই হয়।
একটা আফসোসের সুর সারা শরীরের রক্তে
চুঁইয়ে চুঁইয়ে বইতে থাকে।
শেষটা যদি দমকা হাওয়ায় এসে
উড়িয়ে দেয় সব, তবে মাথার ভেতর
সময়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী মিছিল আয়োজন করা যায়।
একটা বিষাদের রঙ লেপে দেওয়া যায়
পৃথিবীর ধূসর বিবর্ণতায়।
আকষ্মিকতার স্মৃতিতে সুখের ছাপ থাকে।
সেই সুখের ভাপে আরাম প্রিয় হচ্ছে মন।
শেষটা বরং হঠাৎ করেই আসুক ।
সারাদিন ধরে একটানা চিবিয়ে চিবিয়ে খাওয়া  চিউইং গামের মত
তোমার বিস্বাদ চোখের দিকে চেয়ে চেয়ে
আমার শেষটাকে আমি যন্ত্রনার করে যেতে চাই না।।

No comments:

Post a Comment