Wednesday, 3 October 2018

।। আদিখ্যেতা ।।

চোখের নীচে কালি
ও যে থই হারালে সই
জ্বলবি তবু পুড়বি না।।

নীলচে কাঁচের ঘুম
আর হাড় মরমর রোগ
খাবি খাবি তবু গিলবি না।।

একটা হালকা রেশম ঝাঁপি
তাতে আলগা সুতোর জোট
বৃষ্টি পড়বে তবু ভিজবি না।।

ওটা ইচ্ছেডানার পাখি
আছে বারান্দাটার টোপ
ডানা মেলবে তবু উড়বে না।।

এ এক আজব খেলাঘর
তোর রথের চাকা কই?
মাটি মাখবি খালি, কিছু গড়বি না?..

No comments:

Post a Comment