ইচ্ছে নদীর একলা জল,
ভাঙা মন, আর ছলাৎছল।
পাথর চাপা বুকের কাছে,
খুব গোপনে নাও বাঁধা আছে।
হঠাৎ বৃষ্টি, বাড়ছে ঢেউ,
পাড় ভাঙলো,জানলো না কেউ।
কোথায় নৌকো, কোথায় হাল,
পাঁজর চিড়ে একটা কুমির,
নিঃশব্দে কাটছে খাল।
ভাঙছে সাধের ঠুনকো ঘর,
শান্ত হাওয়ায় , তুমুল ঝড়।
ঝলসানো রাত, দূরের আকাশ, চাঁদটা চুপ।
স্বপ্ন বোঝাই শাড়ীর আঁচল,
কলসি দড়ি দিচ্ছে ডুব।
বুড়ো বট গাছ, জলের জীবন মরণ কালের সাক্ষী থাক।
বর্ষা শেষের সুদূর পথে, একলা নদী সাগর পাক!
No comments:
Post a Comment