নিছক সাধারণ একটা ভোর..
ভালোবাসা যেন হালকা পালকের মত মেঘ,
ঢেকে থাকবে গায়ে, অথচ
সহজে বোঝা যাবে না -
আছে কিন্তু নেই, নাকি নেই তবু আছে!
চোখে চোখ রাখলেই দূর থেকে ছুটে আসবে
একদল বেখেয়ালি হাওয়া -
আর হাওয়ার ধর্মই যা, ঘিরে রাখবে
অদৃশ্য আঁচলের মত।
আরও কাছাকাছি আসলেই, সারা শরীরে
সূক্ষ্ম তড়িৎ প্রবাহ -
ঠিক লতানো গাছের মত জড়িয়ে ধরবে
হাতের আঙুল, কাঁধ, গলা - তারপর -
ঠোঁটে ঠোঁট রাখলেই হবে সূর্যদয়।
আকাশের কাছাকাছি লালচে দীগন্তে তখন
মুশলধারে বৃষ্টি নামবে...
আর ভেজা মাটিতে স্যাঁতসেঁতে সকালে
কুয়োর ব্যাঙগুলো জানতেও পারবে না,
মেঘেদের ওপারে অন্য একটা আকাশে
দুটো মানুষ কি ভীষণ ভাবে
দুজনের প্রেমে পড়ে গেছে।।