Saturday, 9 November 2019

একটা নতুন সকাল হবে।
কিছু চেনা পাখির ডাকে, কিংবা alarm clock এর দাবড়ানিতে।
সকাল হবে বাড়ির ছাদে।
সকাল হবে বনসাই এর পাতার ওপর 
নরম আলোর আলতো ছোঁয়ায়।
পূর্ব দিকের জানলা গোলে ।
সারা রাতের স্বপ্ন গুলো হুরমুরিয়ে 
বেড়িয়ে যাবে।
রোজের মতই।
ঠোঁটের কোণায় অল্প হাসির সকাল হবে।
মন খারাপ আর মন ভালোতে এক কাপ চা,
things to do এর লিস্টি হাতে,
ভিড় রাস্তার traffic rule এ সকাল হবে।
নিয়ম মাফিক জীবনযাত্রা, শ্বাসকষ্টে, গলদঘর্মে,
সকাল হলেই বেঁচে ওঠার আরও একটা সুযোগ পাবে। 
নতুন একটা রাস্তা খোঁজার মহাজাগতিক  চাহিদাতে সকাল হবে।
সকাল হবে পাঁজর চিড়ে, বুকের বাঁ দিক ঘেঁষে, 
চিকণ সুতোর রুমাল মোড়া জীবনটাকে মুঠোয়  ধরে।
আকাশ জোড়া শান্ত নীলে, 
তোমার আমার সুখ দুঃখের লালচে আভায় কালকে আবার সকাল হবে।।




 




3 comments: