।। লীলা।।
আবার সেই হাতছানিটা।
শুকনো আকাশ যেই শোনে আমরা দুজন দেখা করব,
অমনি কেমন ঘন নীল বা কালো মেঘে সেজে গুজে চলে আসে ঠিক, সঙ্গ নিতে।
বৃষ্টির আর দোষ কি বল, আমিই বোধহয় বর্ষা লগ্নে জন্মেছিলাম।
হাতের কাছে ছাতা রাখিনা সেটা আমারি বাহাদুরি।
আবার সেই বুক ঢিব ঢিব ভাব, পেটের ভেতর মেঘ গুড়গুড়,... ওই অবধি থাক।
বজ্রাঘাত তো অনেক হল এক জীবনে।
এখন শুধু ভেজা মাটির গন্ধ থাকুক গভীর মনে।
কিন্তু প্রশ্ন হল, দেখা আমরা করব কোথায়?!
সেই পুরনো ফুল গাছটা আর নেই যে এ চত্তরে।
নদীর জল শুকিয়ে গেছে, অনেকদিনই।
নৌকা চড়া অসম্ভব, আর দিঘির ধারে, বহুতলের ঠেলাঠেলি।
আমাদের মধ্যিখানে বহুযুগ যেন কেটে গেছে, এক পলকে।
কেইবা জানতো সেই দুজনে দেখা করার স্বপ্ন দেখব জনান্তিকে।
আবার যখন ডাক পাঠালি, শুনতে পেলাম আমিও যখন কপাল জোরে ,
তখন যায়গা খোঁজা কঠিন কি কাজ!
সময় যখন গড়িয়ে গেছেই অনেকখানি,
শহরে এখন আমরা যেন বড্ড বেশি বেমানানই।
চল তবে যাই অনেকদূরে, এমন কোথাও দুজনের যেন নতুন লাগে।
একটুখানি হাতছানিতে, সব ছাড়িয়ে নিরুদ্দেশে।
আবার যখন দেখাই হবে,
ক্ষতি নেইতো যদি হারিয়েই যাই আরও একবার ভালোবেসে।।
আবার সেই হাতছানিটা।
শুকনো আকাশ যেই শোনে আমরা দুজন দেখা করব,
অমনি কেমন ঘন নীল বা কালো মেঘে সেজে গুজে চলে আসে ঠিক, সঙ্গ নিতে।
বৃষ্টির আর দোষ কি বল, আমিই বোধহয় বর্ষা লগ্নে জন্মেছিলাম।
হাতের কাছে ছাতা রাখিনা সেটা আমারি বাহাদুরি।
আবার সেই বুক ঢিব ঢিব ভাব, পেটের ভেতর মেঘ গুড়গুড়,... ওই অবধি থাক।
বজ্রাঘাত তো অনেক হল এক জীবনে।
এখন শুধু ভেজা মাটির গন্ধ থাকুক গভীর মনে।
কিন্তু প্রশ্ন হল, দেখা আমরা করব কোথায়?!
সেই পুরনো ফুল গাছটা আর নেই যে এ চত্তরে।
নদীর জল শুকিয়ে গেছে, অনেকদিনই।
নৌকা চড়া অসম্ভব, আর দিঘির ধারে, বহুতলের ঠেলাঠেলি।
আমাদের মধ্যিখানে বহুযুগ যেন কেটে গেছে, এক পলকে।
কেইবা জানতো সেই দুজনে দেখা করার স্বপ্ন দেখব জনান্তিকে।
আবার যখন ডাক পাঠালি, শুনতে পেলাম আমিও যখন কপাল জোরে ,
তখন যায়গা খোঁজা কঠিন কি কাজ!
সময় যখন গড়িয়ে গেছেই অনেকখানি,
শহরে এখন আমরা যেন বড্ড বেশি বেমানানই।
চল তবে যাই অনেকদূরে, এমন কোথাও দুজনের যেন নতুন লাগে।
একটুখানি হাতছানিতে, সব ছাড়িয়ে নিরুদ্দেশে।
আবার যখন দেখাই হবে,
ক্ষতি নেইতো যদি হারিয়েই যাই আরও একবার ভালোবেসে।।
No comments:
Post a Comment