।। আগমনী ।।
আরো সুন্দর হোক ভোরের সূর্য
নাগরিক ক্লান্তিতে।
আরো নির্মল হোক হাওয়া
শহুরে শান্তিতে।
আরো উজ্জ্বল হোক স্বপ্ন
তোমার চোখের কাজলে।
আরো সহজ হোক ইচ্ছা
নীলচে সুখের আঁচলে।
তোমার নিভৃত লাজুক হাসি
আবার ঘনিয়ে উঠুক ঠোঁটে।
আরো একবার বৃষ্টির শেষ জলটুকু ছুঁয়ে
যেমন মেঘলা দিনে রামধনু রঙ ফোটে।
আরো নিখুঁত হোক চাউনি
জমাটি অভিমানে।
আমাদের শৌখিন হোক আশা
এ হেন ভৌতিক দিনমানে।
এইতো সময়, এবার সমৃদ্ধ হোক মোহ
মায়ার উপবনে।
আরো আরো স্পষ্ট হোক ভালোবাসা
শুধু কবিতার সন্ধানে।।
আরো সুন্দর হোক ভোরের সূর্য
নাগরিক ক্লান্তিতে।
আরো নির্মল হোক হাওয়া
শহুরে শান্তিতে।
আরো উজ্জ্বল হোক স্বপ্ন
তোমার চোখের কাজলে।
আরো সহজ হোক ইচ্ছা
নীলচে সুখের আঁচলে।
তোমার নিভৃত লাজুক হাসি
আবার ঘনিয়ে উঠুক ঠোঁটে।
আরো একবার বৃষ্টির শেষ জলটুকু ছুঁয়ে
যেমন মেঘলা দিনে রামধনু রঙ ফোটে।
আরো নিখুঁত হোক চাউনি
জমাটি অভিমানে।
আমাদের শৌখিন হোক আশা
এ হেন ভৌতিক দিনমানে।
এইতো সময়, এবার সমৃদ্ধ হোক মোহ
মায়ার উপবনে।
আরো আরো স্পষ্ট হোক ভালোবাসা
শুধু কবিতার সন্ধানে।।
No comments:
Post a Comment