Tuesday, 6 September 2016

।। শ্রীরাধিকার শেষপত্র ।।


হল তো বেশ অনেকদিন।
এবার ছাড় না এসব ধ্যান্তারামো।
কোকিল টোকিল নাইবা ডাকালি অষ্টপ্রহর।
ময়ূর নাচানো বন্ধ কর না বনের ধারে।

তোকে আর বাসি না ভালো আগের মত।
সত্যি কথা, কিচ্ছুটি নেই আগের মত।
আপাদমস্তক বদলে গেছি আমরা কবেই।
তুইও বেশ ভালোই জানিস,
এ শহরে উঠতে বসতে সময় কোথায়
দু-চার দফা দীর্ঘশ্বাসের!
দিনযাপনের হিসেব নিয়ে
আমি যখন ব্যাস্ত থাকি,
তুইও তখন জমা খরচ মিলিয়ে নিতে
ছুটে মরিস ইঁদুরকলে।
আগের মত কারইবা আর সময় আছে
আকাশ দেখে গল্প লেখার?
চাঁদ তারা ফুল জড়িয়ে ধরে
নতুন নতুন স্বপ্ন দেখার?

কিচ্ছুটি নেই আগের মতন তুইও জানিস......
বৃষ্টি হলে শহর ভেজে আগের মতন।
আজ চেয়ে দেখ আমরা কেমন কাদা মাখি
হাত পা মুখে।

এখন আমরা জেনে গেছি
প্রেম প্রেম ভাব দিব্যি লাগে কাব্যে গানে।
তাই জন্য বলছি তোকেও কবিতা লেখ।
পারলে দু-চারখানা গানও লিখে ফেলতে পারিস।

আমায় শুধু থাকতে দে ভাই আমার হালে।
তাকাস না আর অমন ভাবে আমার দিকে।
সাঁতার জানিনা, অত গভীর চোখের ভিতর
খুব সহজেই ডুবে মরব বিনাবাক্যে!
বলিস না আর অমন কথা আমার সাথে।
যেন আমার জন্য বেছে রাখা তোর শব্দমালা
যেন আমায় চিনিস কত জন্ম আগের থেকে!

ভালোই জানিস, তুই আমার কাছেও নেই, পাশেও নেই।
আমিও জানি পারব না তোর
পাশেতে দৌড়ে যেতে
কিম্বা থাকতে দুঃখে সুখে।

তাহলে কি দাঁড়ালো শেষকালেতে......
মনের কথা কদম গাছে ঝুলিয়ে
রাখাই বুদ্ধিমানের।

বলছি আবার স্পষ্ট করে
ভালো আমি বাসছি নাকো আগের মত
তোকে আর আমার করে......... 

No comments:

Post a Comment