দূরে থাকো তুমি, দূরে থাকো ভালোবাসা।
হাওয়ায় মিশেছে বিষ, তাই নিষিদ্ধ যাওয়া আসা।
গাছে দাও জল, সাজাও গুছানো ঘর।
দূরে থাকো ভালোবাসা, এ বৈশাখী বেদনা বিধুর।
আকাশের গায়ে আঁকো মেঘ, ভাঙা ছাদে ভিজে যায় একা একা কাক।
যে চিঠি লিখেছো রাত জেগে, নীল খামে তুলে রাখা থাক।
পড়ন্ত বিকেলে জানি মনে পড়ে যাবে
কিছু অভিমান বাকি ছিল,
কিছু কথা বলা হয়নি অকারণ রাগে।
জেনো বৈশাখ একলা হয় না কখনো,
দেখো তুমি চোখ বুজে, আমি আছি, আছে সবই, ঠিক যেমনটা ছিল আগে।
অসময়ে তবু, এসো জানলার ধার ঘেঁষে দাঁড়াও।
দিনে রোদ আর রাতে চাঁদ মাখো মুখে।
এভাবেই দূরে থেকো তুমি, দূরে থেকো ভালোবাসা, আর থেকো সুখে।।
No comments:
Post a Comment