কোনো এক দ্বিপ্রাহরিক ব্যাস্ততাকে পাশ কাটিয়ে
শহুরে পথে গোলাপ বিক্রি হতেই পারে।
মেঘলা আকাশ খোলা ছাদে অঝোর মনে
সন্ধ্যে মাখা শৌখিনতা হতেই পারে।
হতেই পারে দেবদারু গাছ, নতুন পাতা
সবুজে সবুজ অভিসারিকা।
হতেই পারে একটুখানি আশকারা ভাব চারপাশের হাওয়ায় ছিল।
তাই দামী কোনো সুগন্ধিকে হার মানিয়ে
গায়ে একটা আদর মাখা গন্ধ ছিল।
ঠোঁটের ওপর কালশিটেটা স্পষ্ট ছিল।
জিভে যেন নোনতা মেজাজ আলগা ছিল।
শার্টের বোতাম বুকের কাছে খোলাই ছিল।
আর এলো খোঁপার কাঁটায় গাঁথা
স্বপ্নে মোড়া তারা ছিল,
সেইদিনকে গায়ে একটা আদর মাখা গন্ধ ছিল।।
No comments:
Post a Comment