।। একলা জীবন ।।
জন্মলগ্ন কলার ভেলায় ভেসে গেছে,
জন্মচিহ্ন লুঠ করেছে ডাকাত দলে,
ইতিহাস যা ছিল কিছু -
উই-এর কৃপায় ছিন্নভিন্ন,
সুখ স্মৃতি ভস্মিভূত দাবানলে।।
চোখের ওপর ধোঁয়াশা, তবু দৃষ্টি প্রখর
ঘোলাটে কোনো সাগর তলার দস্যুপুরী।
মণিমাণিক্য জমিয়ে রাখার নেই প্রয়োজন
শুধু যেন জীবন চিড়ে রক্ত খাওয়ার মারামারি।।
এলোমেলো চুলের জটে ভারি মাথা,
মুখের ভাঁজে কালো ছোপের ময়লা আদল,
সভ্যতার বুকের ওপর দাঁড়িয়ে থাকা
জীব নয়, তবু জীবের মতন -
একলা পাগল।।
দিনের আলোর ঝল্কানিতে দগ্ধ হওয়া,
খাবার খোঁজা পথের ধুলোয় পেটের টানে,
চলার পথে তাল হারিয়ে পিছ্লে পড়া,
রাতের নেশায় স্বপ্ন দেখা -
সে তো শুধু রাত্রি জানে।।
হাওয়ায় হাওয়ায় ঘর পোড়া এক গন্ধ আসে,
মনের ভিতর চোর ডাকাতের দাপাদাপি,
নিথর ঠোঁটের বন্ধ ঘরের প্রশ্ন যত -
অবহেলার বেনো জলে আবেগ ভাসে।।
ভুত- ভবিষ্যৎ থম্কে দিয়ে দাঁড়িয়ে থাকা,
শহর জোড়া হাহাকারের নীরব শ্রোতা,
দুর্বিসহ কোলাহলের হট্টমেলায়
মৃত্যুহারা মৃত্যঞ্জয় -
একলা জীবন।।
জন্মলগ্ন কলার ভেলায় ভেসে গেছে,
জন্মচিহ্ন লুঠ করেছে ডাকাত দলে,
ইতিহাস যা ছিল কিছু -
উই-এর কৃপায় ছিন্নভিন্ন,
সুখ স্মৃতি ভস্মিভূত দাবানলে।।
চোখের ওপর ধোঁয়াশা, তবু দৃষ্টি প্রখর
ঘোলাটে কোনো সাগর তলার দস্যুপুরী।
মণিমাণিক্য জমিয়ে রাখার নেই প্রয়োজন
শুধু যেন জীবন চিড়ে রক্ত খাওয়ার মারামারি।।
এলোমেলো চুলের জটে ভারি মাথা,
মুখের ভাঁজে কালো ছোপের ময়লা আদল,
সভ্যতার বুকের ওপর দাঁড়িয়ে থাকা
জীব নয়, তবু জীবের মতন -
একলা পাগল।।
দিনের আলোর ঝল্কানিতে দগ্ধ হওয়া,
খাবার খোঁজা পথের ধুলোয় পেটের টানে,
চলার পথে তাল হারিয়ে পিছ্লে পড়া,
রাতের নেশায় স্বপ্ন দেখা -
সে তো শুধু রাত্রি জানে।।
হাওয়ায় হাওয়ায় ঘর পোড়া এক গন্ধ আসে,
মনের ভিতর চোর ডাকাতের দাপাদাপি,
নিথর ঠোঁটের বন্ধ ঘরের প্রশ্ন যত -
অবহেলার বেনো জলে আবেগ ভাসে।।
ভুত- ভবিষ্যৎ থম্কে দিয়ে দাঁড়িয়ে থাকা,
শহর জোড়া হাহাকারের নীরব শ্রোতা,
দুর্বিসহ কোলাহলের হট্টমেলায়
মৃত্যুহারা মৃত্যঞ্জয় -
একলা জীবন।।