।। আশঙ্কা ।।
কথা বলা আর না বলার মাঝে।
কত স্বপ্ন থেকে যায়
চাওয়া না চাওয়ার মাঝে।
তবু, আমরা নাম খুঁজে ফিরি পথে - ঘাটে,
পরিচয় কিনি বেচি হাটে বাজারে।
বড় ভয় পাই নিলামের হাঁকে বেওয়ারিশ হয়ে যেতে.........
আমরা দেখিনা চোখের আড়ালে চলে যায়
কত সুখ প্রতিদিন।
আমরা দেখিনা চোখের টলায় জমতে থাকে
পরতে পরতে প্রেম।
আমরা বড় উদাসীন ভাবে কাজ নিয়ে ছুটে যাই শহরে বন্দরে.........
খানাতল্লাশি চালিয়ে বেড় করে আনি
অর্থ যুক্ত শব্দ মগজের গভীরতা থেকে।
তবু কেন ভুলেও শুনিনা, কত সুর ছিঁড়ে যায়
প্রতিদিন যন্ত্রে হাত ছোঁয়ালে।
আসলে ভয় পাই আমরা
সেতারের অভীসন্ধি কে............
সারা রাত ঘড়ির কাঁটায় কাঁটায়
অভিশাপ বুনে বুনে ভোর আনি আমরা জীবনে।
কত কল্পনার গলা দুহাতে টিপে ধরে
বাঁচার আশ্বাস খুঁজি প্রতিনিয়ত।
"তোমাকে ছাড়া বাঁচবো না", এ- হেন মিথ্যের
প্রমান জোগাড় করে হাতে তুলে দিই
একে অন্যের।
তবু কেন বুঝিনা আমার অস্তিত্ব তোমারি বুকের পাঁজরে......
প্রতিদিন এভাবেই আমরা হারিয়ে যাই,
হারিয়ে ফেলার ভয়েতে।।
opurbo expression
ReplyDelete