।। অ- মুল্য ।।
আমার ভালো-মন্দে কি যায় আসে আর...
তুমি ভালো আছো তো?
আজও সূর্য উঠেছে লাল আকাশ জুড়ে।
আমার দেখা না -দেখায় কি যায় আসে আর...
তুমি দেখেছো তো?
রোজই ভাবি অন্য স্বপ্ন দেখি,
রোজই ভাবি অন্য কিছু করি।
আমার ভাবনায় কি যায় আসে আর...
তুমি নতুন কিছু সৃষ্টি করেছো তো?
চোখের জলে ভিজে যাওয়া স্মৃতি,
রক্তে ঘামে মাখামাখি অতীত যুদ্ধ জয়।
আমার হার জিতে কিইবা আসে যায়...
তুমি ভাবি কালের আগুন জ্বেলেছো তো?
ঠান্ডা ঘরের নীথর শান্তি বুকে,
মানব জীবন গদ্যে কাব্যে ছারখার।
আমার ঘৃণায় আর কিইবা আসে যায়...
তুমি নতুন করে ভালোবেসেছো তো?!
আমার ভালো-মন্দে কি যায় আসে আর...
তুমি ভালো আছো তো?
আজও সূর্য উঠেছে লাল আকাশ জুড়ে।
আমার দেখা না -দেখায় কি যায় আসে আর...
তুমি দেখেছো তো?
রোজই ভাবি অন্য স্বপ্ন দেখি,
রোজই ভাবি অন্য কিছু করি।
আমার ভাবনায় কি যায় আসে আর...
তুমি নতুন কিছু সৃষ্টি করেছো তো?
চোখের জলে ভিজে যাওয়া স্মৃতি,
রক্তে ঘামে মাখামাখি অতীত যুদ্ধ জয়।
আমার হার জিতে কিইবা আসে যায়...
তুমি ভাবি কালের আগুন জ্বেলেছো তো?
ঠান্ডা ঘরের নীথর শান্তি বুকে,
মানব জীবন গদ্যে কাব্যে ছারখার।
আমার ঘৃণায় আর কিইবা আসে যায়...
তুমি নতুন করে ভালোবেসেছো তো?!
No comments:
Post a Comment