।। সামান্য মৃত্যু ।।
আমাকে মেরো না
আমি প্রতিবাদ করিনি।
শৈশব কৈশোর পেরিয়ে যৌবন -
কোনো দলে আমি মিশিনি।
শাসক বা বিরোধী - কখনো কারো চোখে পড়িনি,
আমাকে মেরো না
আমি বিক্ষোভ প্রকাশ করিনি।
স্কুল, কলেজ হয়ে চাকরি জীবন
হোঁচট খেয়েছি, পিছলে পড়েছি ধাক্কায়।
হাত পা মাথায় ব্যান্ডেজ বেঁধে চলেছি,
দাঁত ভাঙ্গা গালে মুখ ভরা রক্ত মেখেছি,
তবু উঃ!আঃ! করিনি।
আমার শাসিয়ো না
আমি তো ঘাড় উঁচু করিনি।
শুধু বিজ্ঞাপণে নয়, যখন শহরের
মুখ ঢেকেছে স্লোগানে, পোষ্টারে,
আমি পথে নামিনি।
আমাকে বন্দুক দেখিও না
আমি এখনো অত সাহসী হই নি।
গোলাপের কাঁটা বাবলা কাঁটা হয়ে বিঁধেছে বুকে,
বর্শার ফলার মত কথায় দোফালা হয়েছে মাথা,
কাটফাটা রোদ্দুরে, পিচ গলা রাস্তায়
এক চিলতে সবুজের প্রতিশ্রুতি পেয়েও
কখনো "প্রাণ আছে" বলিনি!
আমাকে মেরো না
আমি কারো নাম ধরে ডাকিনি।
বুকের ভেতর এখনও ধক্ ধক্ করছে জীবন।
মুখে চার ফোঁটা জল পেলে
আবার পারবো উঠে দাঁড়াতে।
বিপ্লব আন্দোলন কিছুইতো চাইনি আমি,
শুধু চেয়েছি বাঁচার মত বাঁচতে।
দু এক কলম লিখতে চেয়েছি আমি,
জীবিত, মৃত সবার মুখ চেয়ে।
একটু আগেই ছিলে লাঠি হাতে মার মার উদ্যত
এখন এসেছ হাতে ফুলের মালা নিয়ে?!
আমার জন্য জাতীয় সঙ্গীত গেও না
সাধারন আমি -
মার খেয়েছি, কোনো বীরের কাজতো করিনি।
ভালোবাসার চোখের জলে পুড়িয়ে আমায় মেরো না -
আমি তো এখনো মরিনি.........
আমাকে মেরো না
আমি প্রতিবাদ করিনি।
শৈশব কৈশোর পেরিয়ে যৌবন -
কোনো দলে আমি মিশিনি।
শাসক বা বিরোধী - কখনো কারো চোখে পড়িনি,
আমাকে মেরো না
আমি বিক্ষোভ প্রকাশ করিনি।
স্কুল, কলেজ হয়ে চাকরি জীবন
হোঁচট খেয়েছি, পিছলে পড়েছি ধাক্কায়।
হাত পা মাথায় ব্যান্ডেজ বেঁধে চলেছি,
দাঁত ভাঙ্গা গালে মুখ ভরা রক্ত মেখেছি,
তবু উঃ!আঃ! করিনি।
আমার শাসিয়ো না
আমি তো ঘাড় উঁচু করিনি।
শুধু বিজ্ঞাপণে নয়, যখন শহরের
মুখ ঢেকেছে স্লোগানে, পোষ্টারে,
আমি পথে নামিনি।
আমাকে বন্দুক দেখিও না
আমি এখনো অত সাহসী হই নি।
গোলাপের কাঁটা বাবলা কাঁটা হয়ে বিঁধেছে বুকে,
বর্শার ফলার মত কথায় দোফালা হয়েছে মাথা,
কাটফাটা রোদ্দুরে, পিচ গলা রাস্তায়
এক চিলতে সবুজের প্রতিশ্রুতি পেয়েও
কখনো "প্রাণ আছে" বলিনি!
আমাকে মেরো না
আমি কারো নাম ধরে ডাকিনি।
বুকের ভেতর এখনও ধক্ ধক্ করছে জীবন।
মুখে চার ফোঁটা জল পেলে
আবার পারবো উঠে দাঁড়াতে।
বিপ্লব আন্দোলন কিছুইতো চাইনি আমি,
শুধু চেয়েছি বাঁচার মত বাঁচতে।
দু এক কলম লিখতে চেয়েছি আমি,
জীবিত, মৃত সবার মুখ চেয়ে।
একটু আগেই ছিলে লাঠি হাতে মার মার উদ্যত
এখন এসেছ হাতে ফুলের মালা নিয়ে?!
আমার জন্য জাতীয় সঙ্গীত গেও না
সাধারন আমি -
মার খেয়েছি, কোনো বীরের কাজতো করিনি।
ভালোবাসার চোখের জলে পুড়িয়ে আমায় মেরো না -
আমি তো এখনো মরিনি.........
No comments:
Post a Comment