।। অবান্তর কথোপকথন ।।
- রাতের রঙ কি?
বোলো না নীল কিংবা কালো,
বোলো না সাদা কিংবা রঙিন!
- আচ্ছা বেশ, তুমিই বলো তাহলে...
আর কিইবা হতে পারে!
এইটুকু বলেই চুপ করেছিল সে।
সত্যি বলতে কি উত্তরটা জানা ছিল না আমারো,
শুধু কথা শুরু করার খাতিরে,
পেড়েছিলাম আষাঢ়ে গল্পটা।
কিন্তু ওর চুপ করে যাওয়াতে থম্কে গেল আমার মনটা।
চেয়ে দেখলাম খুব শান্ত চোখ তুলে তাকিয়েছে সে আমার দিকে।
যদিও উত্তর এক্তা চেয়েছিল সে আমার কাছে -
তবু দেখি, তার চোখে স্বপ্ন স্থির,
যেন দীগন্ত পেরোনো অচেনা কোনো মহাকাশ।
নিথর ঠোঁটের শিকলে যেন সে লুকিয়ে রেখেছে পূর্বজন্মের অট্টহাসি।
তার চাপা দীর্ঘ নিঃশ্বাসের গভীরে যেন
ঘুমিয়ে রয়েছে সুনীল সাগরের জলচ্ছাস।
আমার শব্দ হয়ত ছোঁবে না তাকে।
সে আমার চোখের থেকে চোখ নামাতেই, বলে ফেললাম,
- রাতের রঙ লাল......
অস্তমিত সূর্যের যে লাল,
ধোঁয়ায় ঢাকা শহুরে আকাশের যে লাল,
যে রক্তাভ স্বপ্ন সারা রাত শরীর জুড়ে থাকে,
রাতের বুক চিরে দেখ......... তারও ভালোবাসার রঙ লাল।
এবার এইটুকু বলেই চুপ করলাম আমি।
.........কখন যেন ঝরে পড়ে শুকিয়ে গেছে
দুফোঁটা জল তার হাতের পাতায়।
কাছে গিয়ে দেখি -
সেই স্থির স্বপ্নের আজ রক্তাক্ত চোখের জল।।
Lekhoni niye kono katha hobena. Tobe ki janish, amar mote dukkhota boro apnaar, boro nijer. Dukkho share korle kome bole amar mone hoena. Bisheshoto public consumption er bishoy to naai. Tai opekkhae thaklam... ananda pete.
ReplyDelete@Creative Ideas... thank you, ami nischoi chesta korbo onno rokom kichu o lekhar...
ReplyDeleteNot necessary. Jaa mone chay lekh. Tobe majhe majhe montakeo ektu bishuddho anonde bhore phal. Byas! taholei hobe.
DeletePriyam