।। মালতী লতা দোলে।।
ভালো থেকো মালতী।।
তোমার বৃন্তে আমি সাজালাম
আজিকার শেষ বর্ষা।
তোমার চিকন পাতায় দিলাম
চির সবুজের প্রতিশ্রুতি।
তুমি ভালো থেকো মালতী, আমার রাত জাগা স্বপ্নে।
আজ শেষ শ্রাবণের হাওয়ায় মিশিয়ে দিলাম
তোমার বুকের সুগন্ধি ব্যাকুলতা।
কোনো চপলা অভীসারিকার
নিভৃত প্রতীক্ষায়, তুমি ভালো থেকো।
তোমার স্নিগ্ধ রূপে আমি লিখে দিলাম সিক্ত সুখ,
আমার অনন্ত ভালোবাসায়, মালতী, তুমি ভালো থেকো।।
opurbo expression ..... nigrano prem
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete