Monday, 22 July 2019

শব্দরা কখনো এলোমেলো, কখনো একজোটে মাঠে নামে।
যাকে তুমি পাগল ভাবো, সে তারাদের গতিপথ জানে।
শব্দরা রোজ হুড়োহুড়ি,  শব্দরা জটলা বা সমাবেশ।
মিছিলের আগে প্রতিশ্রুতি হাত নাড়ে।
আর ঝড়ে উড়ে যায় ঘর, বাণে ভেসে যায় দেশ।
তবু অলিতে গলিতে ভাঙা রকেতে শব্দরা বাজি ধরে।
পোড়ো আটচালা, চেনা সন্ধ্যেতে দোকানীরা রোজ স্বপ্ন বিক্রি করে।
হুজুগে হাওয়া আজ বিবাগী তো কাল বিবাদী গান গায়।
যে শব্দেরা নদী হয়ে বয়ে যেত কোনো কালে
আজ মুখ বুজে পড়ে থাকে রাস্তায়,  পুরনো পাড়ায়।
তবু হায়!
মাটিতে আকাশে রক্তে ঘামেতে ভোজবাজি,  কারসাজি।
কথায় কথায় একই কথা বারবার।
তবু হায়!
পতনের পথে জরাক্রান্ত ইতিহাস নিমরাজি।
বর্ণে ধ্বনিতে ঠোকাঠুকি শুধু চিৎকার, হাহাকার।
আজ শব্দরা যেন বড়ই এলোমেলো।
তবু শব্দরাই একজোটে মাঠে নামে।
তুমি যাকে ফেলনা ভেবেছিলে, জেনো
সেও রোজ ঘরে মৃত্যুর দামে জীবনকে কিনে আনে।।

No comments:

Post a Comment