Saturday, 20 August 2016


।। মালতী লতা দোলে।।


ভালো থেকো মালতী।।
তোমার বৃন্তে আমি সাজালাম
আজিকার শেষ বর্ষা।
তোমার চিকন পাতায় দিলাম
চির সবুজের প্রতিশ্রুতি।

তুমি ভালো থেকো মালতী,  আমার রাত জাগা স্বপ্নে।

আজ শেষ শ্রাবণের হাওয়ায় মিশিয়ে দিলাম
তোমার বুকের সুগন্ধি ব্যাকুলতা।
কোনো চপলা অভীসারিকার
নিভৃত প্রতীক্ষায়, তুমি ভালো থেকো।

তোমার স্নিগ্ধ রূপে আমি লিখে দিলাম সিক্ত সুখ,
আমার অনন্ত ভালোবাসায়, মালতী, তুমি ভালো থেকো।। 

Sunday, 14 August 2016

কখনো কি দেখেছো তুমি আকাশের বুকে
লাল, কালো, সাদা মেঘেরা কেমন
দুঃখ লিখে যায় প্রতিদিন।
আকাশ কখনো তা মুছে দেয় চোখের জলে
কখন পুড়িয়ে দেয় রাগে অভিমানে......

কখন দেখেছো কি তুমি কেমন
পাহাড়ে পাহাড়ে ঠোকাঠুকি লেগে যায় রোজ,
কত পথ চলার আগেই পাথরে হোঁচট খেয়ে
থেমে যায় সুখ।
পাহাড় তাকে নদীর গল্প বলে, বলে
কত স্বান্তনা চিরকাল বুকে চাপা আছে তার.........

কখনো শুনেছো হাওয়ায় হাওয়ায়
দীর্ঘশ্বাসের গান বুনে দেয় কত বিকেল।
ঝরা পাতা গোধূলীলগ্ন গুলোকে খুব যত্নে
বাক্স বন্দী করে রাখে প্রেম।
তারপর রাত নামলে বিকেল শোনায় পৌরানিক
কাহিনী, "এক যে ছিল রাজা, আর এক যে ছিল রানী"......

তুমি বোঝোনি কেন তোমার কাছে
আমি থাকিনি কখনো,
কেন দূর দিয়ে কথার দাগ কেটে কেটে
সীমানা বানিয়েছে তোমার আমার মাঝে,
তুমি বোঝোনি রাতের অন্ধকার
কেন আমার এত প্রিয়,
কেন আমি স্বপ্ন দেখতে গিয়ে গুলিয়ে ফেলি
নাম, ধাম, বয়স.........

যদি কখনো আকাশের দিকে দেখো,
যদি কখনো পাহাড়ের বুকে হাঁটো,
কখনো যদি কান পাতো হাওয়ায়,
গায়ে মাখো বিকেল......
কথা দিলাম, আমি ছুঁয়ে যাব তোমায় শিরা উপশিরায়।

কালের দীগন্ত পেরোনো সীমানায়
তোমায় চেয়েছি আমি......
কালো রাতের গায়ে ভালোবাসা লিখেছি
তোমার জন্য এক একটা তারা দিয়ে,
অল্প অল্প করে পড়ে নিও যদি কখনো
বুঝতে চাও আমায়.........

কথা দিলাম, সেদিন যুগান্তর পেরোবো আমি
তোমার সাথে............... এক সাথে।।

Saturday, 6 August 2016

শুনেছি সাদা পাতায় কলম ছোঁয়ালে
নাকি যাদু সৃষ্টি হয়
সেই যাদুতে অনেক শক্তি থাকে,
বিশ্বসংসার ওলট পালট করার মন্ত্র থাকে।
শত সহস্রাব্দের ভাষা নাকি ইতিহাস থেকে জেগে উঠে
বর্তমান, এমনকি ভবিষ্যৎও লিখে ফেলতে পারে
শুধুমাত্র লেখনীর জোড়ে।

বেশ, যদি তাই হয়,
লিখব তবে - পাতার পর পাতা,
লিখব তবে প্রাণ, লিখব গান......
যদি তাতে জীবনের সুর ছুঁয়ে যায়
এই বিশ্বের মড়কের কালে।
লিখব নির্মল জলবায়ু, লিখব সুসাস্থ্য......
তাতে যদি বিঞ্জান মিশে যায় অবৈঞ্জানিক মানুষগুলোর
অসহায় রোগশয্যায়।

এ মরণের দিনে, যদি বাঁচতে পারে মন
লেখনী যদি বাঁচাতে পারে আশা.........
তবে লিখব আমি অমরত্ব, লিখব ভালোবাসা।।

Friday, 5 August 2016

।। ঠিক যেন প্রেমের মতন ।।


ওরা রোজ আসত একসাথে।
না, হাতে হাত রাখেনি কখনো।।
কত কথা বলে যেত সময় পার করে।
না, চোখে চোখ রাখেনি কখনো।।

হাসি, কান্না, রাগ, অভিমান - আবেগ তো
কম ছিল না দুজনারই......
ওরা একে অন্যের পাশে ছিল রোজ।
না, কাছে আসেনি কখনো।।

ওদের ভাবনা, স্বপ্ন, অনুভূতি মিশে গেছে
শহুরে হাওয়ায়.........
ওরা রোজ অকারণে রাস্তা বদলেছে
একে অপরের থেকে।
না, হারায়নি কখনো।।

ওদের রোজনামচার গল্প লিখছি আমি।
ওদের সুখ দুঃখ বাঁধছি কাব্যে সুরে।
ওরা আমার স্বপ্নে আসে রোজ।
না, ওরা ভালোবাসেনি কখনো।।


।।  প্রসাদী ।।


একটা রঙিন কোনো স্বপ্ন দাও হাতে,
সারা রাত যেন মুঠো বন্ধো রাখতে পারি।

একটা ভীষণ সাদা আলো দাও ঘুমে,
যেন এক আকাশ তারা গিলে ফেলতে পারি।

আর দিও তোমার ভুবন জোড়া হাসি,
চোখের জলকে যেন ভালোবাসতে পারি।

এইটুখানিই চেয়েছিলাম
তোমার দিকে চেয়ে.........

অবাক হয়ে থাম্‌লে খানিক,
"তথাস্তু" তে বললে পরে
"মরুর বুকে দিনের আলোয় গিরগিটি হও মেয়ে"।।

Wednesday, 3 August 2016

ছন্দপতন বারংবার

।। ছন্দপতন বারংবার ।।


এখানে বৃষ্টি পড়ে বারোমাস,
এক হাঁটু জল পেরিয়ে চিরকাল চলে হাঁটা চলা।
এখানে হাওয়ায় হাওয়ায় দীর্ঘশ্বাস,
খুব নীচু গলায় চলে কথা বলা।।

আকাশের রঙ এখানে ধূসর,
দিনের আলো নেই বললেই হয়।
ধূ ধূ করে একলা বালির চড়,
মনে হয়, নদী ও জল কেউ কারোর নয়।।

সবুজ এখানে বসায় না পাঠশালা,
কালো রাস্তায় ঘরের পরে ঘর।
এখানে হয় না রাতের প্রদীপ জ্বালা,
আপন, এখানে নিতান্তই পর।।

এখানে বৃষ্টি পড়ে অঝোরধারায়,
চারদিকে আটকে যাওয়া জল।
এখানে কূটীল যুক্তি রাতের তারায়,
চলে ময়লা জলের নাচন ছলাৎছল।।

মাথার ওপর আকাশ পড়োপড়ো,
কাজের চাপে কিছুই যায় না চেনা।
কেউ কিছু সময় করলে জড়ো,
অন্যে ভাবে অনেক দামে কেনা।।

প্রেম এখানে দোকানের র‍্যাকে মেলে,
ফুলেরা যত মিথ্যে বলতে শেখায়।
আবেগটাকে মদের গেলাসে ঢেলে,
ভালোবাসা শূন্যে মিলিয়ে যায়।।

কবিতাতে আজ ভীষণ ভারী ধোঁয়াশা,
গানে আজ সুর মেলানো ভার।
চোখে শুধু শীতের জমাট কুয়াশা,
সুখের তাপে জীবন ছাড়খার।।

এখানে কল্পপুরীর ভাবনিলাসী নারী,
চ'ড়ে বাদল মেঘের রথে,
পড়ে তোমার চোখের রাত্রি জাগা ভাষা
চলে আমার বুকের স্বপ্ন মোড়া পথে।।

এখানে বারো মাস বৃষ্টি পড়ে,
ঝড়ে ভাঙে চড়ুই পাখীর বাসা।
এখানে কাঁদলে বুকের রক্তে ঝরে পড়ে,
তবু কথায় আছে - "আশায় বাঁচে চাষা"।।

Tuesday, 2 August 2016

।। অগস্ত্যযাত্রা ।।


যেতে হবে চলে...
বিষন্ন বিকেলের মত
মুছে যেতে হবে, একদিন।
চেনা শহর, গ্রাম, ধানক্ষেত, বহুদূরের বন জঙ্গল পেরিয়ে 
খোলা মাঠের দীগন্ত ছুঁয়ে থাকা
কোণটার দিকে এগিয়ে যেতে হবে
এক এক পায়ে।
চলে যেতে হবে।।

তবে পরে থাক্‌ যত কোলাহল, যাতনা।
পরে থাক্‌ যত নিভৃত ভ্রূকুটি, ছলনা।
তবে ধূলো মাখা স্মৃতি হয়ে যাক্‌
আধ্‌খানা পড়ে নেওয়া জীবনের খাতাটা।।

এইতো সূবর্ন সুযোগ।
জন্মের পর থেকে সেই যে চলা শুরু হয়েছে
এত দিনে গতি বেড়েছে পায়ে
চলে যাওয়া যায় সহজে এখন। 
পিছুটান যা কিছু আছে
আপনা থেকেই ছিঁড়ে যায় এই আকালে।

মূঢ় রাত্রির মায়া ফেলে যদি যেতেই হবে চলে,
তবে যাওয়া যাক্‌ "অনন্ত গোধূলী লগ্নে",
যেখানে কেউ প্রতীক্ষায় দাঁড়িয়ে বলবে, 
"এত দিন কোথায় ছিলেন"!

সেইখানে, যাত্রা হবে শেষ।
তখন ডেকে বলবে সকাল,
"দাঁড়াও পথিকবর, তিষ্ট ক্ষ্ণকাল"।।