Wednesday, 3 August 2016

ছন্দপতন বারংবার

।। ছন্দপতন বারংবার ।।


এখানে বৃষ্টি পড়ে বারোমাস,
এক হাঁটু জল পেরিয়ে চিরকাল চলে হাঁটা চলা।
এখানে হাওয়ায় হাওয়ায় দীর্ঘশ্বাস,
খুব নীচু গলায় চলে কথা বলা।।

আকাশের রঙ এখানে ধূসর,
দিনের আলো নেই বললেই হয়।
ধূ ধূ করে একলা বালির চড়,
মনে হয়, নদী ও জল কেউ কারোর নয়।।

সবুজ এখানে বসায় না পাঠশালা,
কালো রাস্তায় ঘরের পরে ঘর।
এখানে হয় না রাতের প্রদীপ জ্বালা,
আপন, এখানে নিতান্তই পর।।

এখানে বৃষ্টি পড়ে অঝোরধারায়,
চারদিকে আটকে যাওয়া জল।
এখানে কূটীল যুক্তি রাতের তারায়,
চলে ময়লা জলের নাচন ছলাৎছল।।

মাথার ওপর আকাশ পড়োপড়ো,
কাজের চাপে কিছুই যায় না চেনা।
কেউ কিছু সময় করলে জড়ো,
অন্যে ভাবে অনেক দামে কেনা।।

প্রেম এখানে দোকানের র‍্যাকে মেলে,
ফুলেরা যত মিথ্যে বলতে শেখায়।
আবেগটাকে মদের গেলাসে ঢেলে,
ভালোবাসা শূন্যে মিলিয়ে যায়।।

কবিতাতে আজ ভীষণ ভারী ধোঁয়াশা,
গানে আজ সুর মেলানো ভার।
চোখে শুধু শীতের জমাট কুয়াশা,
সুখের তাপে জীবন ছাড়খার।।

এখানে কল্পপুরীর ভাবনিলাসী নারী,
চ'ড়ে বাদল মেঘের রথে,
পড়ে তোমার চোখের রাত্রি জাগা ভাষা
চলে আমার বুকের স্বপ্ন মোড়া পথে।।

এখানে বারো মাস বৃষ্টি পড়ে,
ঝড়ে ভাঙে চড়ুই পাখীর বাসা।
এখানে কাঁদলে বুকের রক্তে ঝরে পড়ে,
তবু কথায় আছে - "আশায় বাঁচে চাষা"।।

No comments:

Post a Comment