শুনেছি সাদা পাতায় কলম ছোঁয়ালে
নাকি যাদু সৃষ্টি হয়
সেই যাদুতে অনেক শক্তি থাকে,
বিশ্বসংসার ওলট পালট করার মন্ত্র থাকে।
শত সহস্রাব্দের ভাষা নাকি ইতিহাস থেকে জেগে উঠে
বর্তমান, এমনকি ভবিষ্যৎও লিখে ফেলতে পারে
শুধুমাত্র লেখনীর জোড়ে।
বেশ, যদি তাই হয়,
লিখব তবে - পাতার পর পাতা,
লিখব তবে প্রাণ, লিখব গান......
যদি তাতে জীবনের সুর ছুঁয়ে যায়
এই বিশ্বের মড়কের কালে।
লিখব নির্মল জলবায়ু, লিখব সুসাস্থ্য......
তাতে যদি বিঞ্জান মিশে যায় অবৈঞ্জানিক মানুষগুলোর
অসহায় রোগশয্যায়।
এ মরণের দিনে, যদি বাঁচতে পারে মন
লেখনী যদি বাঁচাতে পারে আশা.........
তবে লিখব আমি অমরত্ব, লিখব ভালোবাসা।।
নাকি যাদু সৃষ্টি হয়
সেই যাদুতে অনেক শক্তি থাকে,
বিশ্বসংসার ওলট পালট করার মন্ত্র থাকে।
শত সহস্রাব্দের ভাষা নাকি ইতিহাস থেকে জেগে উঠে
বর্তমান, এমনকি ভবিষ্যৎও লিখে ফেলতে পারে
শুধুমাত্র লেখনীর জোড়ে।
বেশ, যদি তাই হয়,
লিখব তবে - পাতার পর পাতা,
লিখব তবে প্রাণ, লিখব গান......
যদি তাতে জীবনের সুর ছুঁয়ে যায়
এই বিশ্বের মড়কের কালে।
লিখব নির্মল জলবায়ু, লিখব সুসাস্থ্য......
তাতে যদি বিঞ্জান মিশে যায় অবৈঞ্জানিক মানুষগুলোর
অসহায় রোগশয্যায়।
এ মরণের দিনে, যদি বাঁচতে পারে মন
লেখনী যদি বাঁচাতে পারে আশা.........
তবে লিখব আমি অমরত্ব, লিখব ভালোবাসা।।
No comments:
Post a Comment