।। ঠিক যেন প্রেমের মতন ।।
ওরা রোজ আসত একসাথে।
না, হাতে হাত রাখেনি কখনো।।
কত কথা বলে যেত সময় পার করে।
না, চোখে চোখ রাখেনি কখনো।।
হাসি, কান্না, রাগ, অভিমান - আবেগ তো
কম ছিল না দুজনারই......
ওরা একে অন্যের পাশে ছিল রোজ।
না, কাছে আসেনি কখনো।।
ওদের ভাবনা, স্বপ্ন, অনুভূতি মিশে গেছে
শহুরে হাওয়ায়.........
ওরা রোজ অকারণে রাস্তা বদলেছে
একে অপরের থেকে।
না, হারায়নি কখনো।।
ওদের রোজনামচার গল্প লিখছি আমি।
ওদের সুখ দুঃখ বাঁধছি কাব্যে সুরে।
ওরা আমার স্বপ্নে আসে রোজ।
না, ওরা ভালোবাসেনি কখনো।।
ওরা রোজ আসত একসাথে।
না, হাতে হাত রাখেনি কখনো।।
কত কথা বলে যেত সময় পার করে।
না, চোখে চোখ রাখেনি কখনো।।
হাসি, কান্না, রাগ, অভিমান - আবেগ তো
কম ছিল না দুজনারই......
ওরা একে অন্যের পাশে ছিল রোজ।
না, কাছে আসেনি কখনো।।
ওদের ভাবনা, স্বপ্ন, অনুভূতি মিশে গেছে
শহুরে হাওয়ায়.........
ওরা রোজ অকারণে রাস্তা বদলেছে
একে অপরের থেকে।
না, হারায়নি কখনো।।
ওদের রোজনামচার গল্প লিখছি আমি।
ওদের সুখ দুঃখ বাঁধছি কাব্যে সুরে।
ওরা আমার স্বপ্নে আসে রোজ।
না, ওরা ভালোবাসেনি কখনো।।
No comments:
Post a Comment