কখনো কি দেখেছো তুমি আকাশের বুকে
লাল, কালো, সাদা মেঘেরা কেমন
দুঃখ লিখে যায় প্রতিদিন।
আকাশ কখনো তা মুছে দেয় চোখের জলে
কখন পুড়িয়ে দেয় রাগে অভিমানে......
কখন দেখেছো কি তুমি কেমন
পাহাড়ে পাহাড়ে ঠোকাঠুকি লেগে যায় রোজ,
কত পথ চলার আগেই পাথরে হোঁচট খেয়ে
থেমে যায় সুখ।
পাহাড় তাকে নদীর গল্প বলে, বলে
কত স্বান্তনা চিরকাল বুকে চাপা আছে তার.........
কখনো শুনেছো হাওয়ায় হাওয়ায়
দীর্ঘশ্বাসের গান বুনে দেয় কত বিকেল।
ঝরা পাতা গোধূলীলগ্ন গুলোকে খুব যত্নে
বাক্স বন্দী করে রাখে প্রেম।
তারপর রাত নামলে বিকেল শোনায় পৌরানিক
কাহিনী, "এক যে ছিল রাজা, আর এক যে ছিল রানী"......
তুমি বোঝোনি কেন তোমার কাছে
আমি থাকিনি কখনো,
কেন দূর দিয়ে কথার দাগ কেটে কেটে
সীমানা বানিয়েছে তোমার আমার মাঝে,
তুমি বোঝোনি রাতের অন্ধকার
কেন আমার এত প্রিয়,
কেন আমি স্বপ্ন দেখতে গিয়ে গুলিয়ে ফেলি
নাম, ধাম, বয়স.........
যদি কখনো আকাশের দিকে দেখো,
যদি কখনো পাহাড়ের বুকে হাঁটো,
কখনো যদি কান পাতো হাওয়ায়,
গায়ে মাখো বিকেল......
কথা দিলাম, আমি ছুঁয়ে যাব তোমায় শিরা উপশিরায়।
কালের দীগন্ত পেরোনো সীমানায়
তোমায় চেয়েছি আমি......
কালো রাতের গায়ে ভালোবাসা লিখেছি
তোমার জন্য এক একটা তারা দিয়ে,
অল্প অল্প করে পড়ে নিও যদি কখনো
বুঝতে চাও আমায়.........
কথা দিলাম, সেদিন যুগান্তর পেরোবো আমি
তোমার সাথে............... এক সাথে।।
লাল, কালো, সাদা মেঘেরা কেমন
দুঃখ লিখে যায় প্রতিদিন।
আকাশ কখনো তা মুছে দেয় চোখের জলে
কখন পুড়িয়ে দেয় রাগে অভিমানে......
কখন দেখেছো কি তুমি কেমন
পাহাড়ে পাহাড়ে ঠোকাঠুকি লেগে যায় রোজ,
কত পথ চলার আগেই পাথরে হোঁচট খেয়ে
থেমে যায় সুখ।
পাহাড় তাকে নদীর গল্প বলে, বলে
কত স্বান্তনা চিরকাল বুকে চাপা আছে তার.........
কখনো শুনেছো হাওয়ায় হাওয়ায়
দীর্ঘশ্বাসের গান বুনে দেয় কত বিকেল।
ঝরা পাতা গোধূলীলগ্ন গুলোকে খুব যত্নে
বাক্স বন্দী করে রাখে প্রেম।
তারপর রাত নামলে বিকেল শোনায় পৌরানিক
কাহিনী, "এক যে ছিল রাজা, আর এক যে ছিল রানী"......
তুমি বোঝোনি কেন তোমার কাছে
আমি থাকিনি কখনো,
কেন দূর দিয়ে কথার দাগ কেটে কেটে
সীমানা বানিয়েছে তোমার আমার মাঝে,
তুমি বোঝোনি রাতের অন্ধকার
কেন আমার এত প্রিয়,
কেন আমি স্বপ্ন দেখতে গিয়ে গুলিয়ে ফেলি
নাম, ধাম, বয়স.........
যদি কখনো আকাশের দিকে দেখো,
যদি কখনো পাহাড়ের বুকে হাঁটো,
কখনো যদি কান পাতো হাওয়ায়,
গায়ে মাখো বিকেল......
কথা দিলাম, আমি ছুঁয়ে যাব তোমায় শিরা উপশিরায়।
কালের দীগন্ত পেরোনো সীমানায়
তোমায় চেয়েছি আমি......
কালো রাতের গায়ে ভালোবাসা লিখেছি
তোমার জন্য এক একটা তারা দিয়ে,
অল্প অল্প করে পড়ে নিও যদি কখনো
বুঝতে চাও আমায়.........
কথা দিলাম, সেদিন যুগান্তর পেরোবো আমি
তোমার সাথে............... এক সাথে।।
No comments:
Post a Comment