Friday, 5 August 2016

।।  প্রসাদী ।।


একটা রঙিন কোনো স্বপ্ন দাও হাতে,
সারা রাত যেন মুঠো বন্ধো রাখতে পারি।

একটা ভীষণ সাদা আলো দাও ঘুমে,
যেন এক আকাশ তারা গিলে ফেলতে পারি।

আর দিও তোমার ভুবন জোড়া হাসি,
চোখের জলকে যেন ভালোবাসতে পারি।

এইটুখানিই চেয়েছিলাম
তোমার দিকে চেয়ে.........

অবাক হয়ে থাম্‌লে খানিক,
"তথাস্তু" তে বললে পরে
"মরুর বুকে দিনের আলোয় গিরগিটি হও মেয়ে"।।

No comments:

Post a Comment