Tuesday, 2 August 2016

।। অগস্ত্যযাত্রা ।।


যেতে হবে চলে...
বিষন্ন বিকেলের মত
মুছে যেতে হবে, একদিন।
চেনা শহর, গ্রাম, ধানক্ষেত, বহুদূরের বন জঙ্গল পেরিয়ে 
খোলা মাঠের দীগন্ত ছুঁয়ে থাকা
কোণটার দিকে এগিয়ে যেতে হবে
এক এক পায়ে।
চলে যেতে হবে।।

তবে পরে থাক্‌ যত কোলাহল, যাতনা।
পরে থাক্‌ যত নিভৃত ভ্রূকুটি, ছলনা।
তবে ধূলো মাখা স্মৃতি হয়ে যাক্‌
আধ্‌খানা পড়ে নেওয়া জীবনের খাতাটা।।

এইতো সূবর্ন সুযোগ।
জন্মের পর থেকে সেই যে চলা শুরু হয়েছে
এত দিনে গতি বেড়েছে পায়ে
চলে যাওয়া যায় সহজে এখন। 
পিছুটান যা কিছু আছে
আপনা থেকেই ছিঁড়ে যায় এই আকালে।

মূঢ় রাত্রির মায়া ফেলে যদি যেতেই হবে চলে,
তবে যাওয়া যাক্‌ "অনন্ত গোধূলী লগ্নে",
যেখানে কেউ প্রতীক্ষায় দাঁড়িয়ে বলবে, 
"এত দিন কোথায় ছিলেন"!

সেইখানে, যাত্রা হবে শেষ।
তখন ডেকে বলবে সকাল,
"দাঁড়াও পথিকবর, তিষ্ট ক্ষ্ণকাল"।।

1 comment: